আপনার প্রশ্নের পরিপ্রেক্ষিতে একটি হাদিস তুলে ধরলাম:
আবু হুরায়রা রা. হতে বর্ণিত রাসুল সা. একদিন শুক্রবারের ফজিলত ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলেন।। রাসুল সা. বলেন, জুমার দিনে এমন একটি সময় আছে সেই সময়টায় যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় পায় এবং কিছু চায় তাহলে আল্লাহ অবশ্যই তা কবুল করবেন। তারপর তিনি আঙ্গুল দিয়ে সময়টার সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন।
অর্থ্যাৎ নির্দিষ্ট করে বলেননি যে কোন সময়ে জুমার দিনে দোওয়া কবুল করেন।
জামিনুল রেজা ওরফে জামি আহমাদ জ্ঞানপিপাসু ও সৌখিন একজন সাধারণ মনের মানুষ। পছন্দ করেন নিঃস্বার্থ ভাবে অপরকে সাহায্য করতে।নিজেকে জানা ও অপরকে জানানোর অদম্য ইচ্ছার প্রয়াসে অনেক টাই জড়িয়ে গেছেন ই-নলেজ এর সাথে।বর্তমানে তিনি দশম শ্রেণিতে অধ্যয়নরত।জ্ঞান বিনিময়ের এই বিশাল প্লাটফর্মে নিরন্তর প্রচেষ্টায় জ্ঞান অন্বেষণে কাজ করে যাচ্ছেন একজন পরিদর্শক হিসেবে।