কথাটা শুনেই অনেক ভালো লাগল।!!!!!!!!!!এ অর্জনে আমার,অনিক ভাই,জামিনুল ভাই,তানজিথ ভাই,পার্থ ভাই,মৃণ্ময় ভাই,আশরাফ ভাই,মাসুদ ভাই ও রিহান আফ্রিন এর বিশেষ ভূমিকা আছে বলে আমি মনে করি।আমি চাই আপনারা সবাই এভাবেই কার্যক্রম করবেন যেন ই-নলেজ সফলতার শীর্ষে পৌছে যায়।
আদিব মাহমুদ বিশেষজ্ঞ হিসেবে যুক্ত আছেন ই-নলেজে। উনি দুষ্টুমি ও খেলাধুলা করতে অধিক ভালোবাসেন। বর্তমানে তিনি বি এন কলেজ ঢাকার ৭ম শ্রেণীতে অধ্যয়নরত। বড় হয়ে একজন বিসিএস ক্যাডার হতে চান। স্বপ্ন পূরণের এই দৃঢ় প্রতিজ্ঞায় উনি আপনাদের সকলের কাছে দোয়াপ্রার্থী।