হুম ভাই, আযানে "হাইয়া-আলাছ ছালাহ" এর পরিবর্তে "ছাল্লু ফী বুয়ূতিকুম" বা "ফী রেহালিকুম" বলা যাবে এটা শরী'আত সম্মত।। ঝড়-তুফান বা ভিষণ মহামারির সময় আযানে "হাইয়া-আলাছ ছালাহ" এর পরিবর্তে ছাল্লু "ফী বুয়ূতিকুম"(অর্থ: তোমরা নিজ নিজ আবাসস্থলে বা বাড়িতে সলাত আদায় কর) বলা যাবে।। বুখারী হাদিস নং ৬০১।।
জামিনুল রেজা ওরফে জামি আহমাদ জ্ঞানপিপাসু ও সৌখিন একজন সাধারণ মনের মানুষ। পছন্দ করেন নিঃস্বার্থ ভাবে অপরকে সাহায্য করতে।নিজেকে জানা ও অপরকে জানানোর অদম্য ইচ্ছার প্রয়াসে অনেক টাই জড়িয়ে গেছেন ই-নলেজ এর সাথে।বর্তমানে তিনি দশম শ্রেণিতে অধ্যয়নরত।জ্ঞান বিনিময়ের এই বিশাল প্লাটফর্মে নিরন্তর প্রচেষ্টায় জ্ঞান অন্বেষণে কাজ করে যাচ্ছেন একজন পরিদর্শক হিসেবে।