ই-নলেজে কোনো সদস্য নিবন্ধন করলে তাকে প্রথমেই ব্যবহারবিধি পেজটি পড়ার জন্য বলা হয়, কারণ সেখানেই সব নিয়ম বলে দেওয়া হয়েছে।।আপনি বোধহয় সেটি করেননি।তাই এক্ষুনি পড়ে নিন।
https://www.enolez.com/rules ।উপাধি পয়েন্ট অনুয়ারী দেওয়া হয় যেটা ঐ পেজে বিস্তারিত বলে দেওয়া হষেছে।
মোঃ আশরাফ উদ্দিন খান ই-নলেজ ডট কমের প্রতিষ্ঠাতা। খানিকটা অস্তিত্বের তাগিদে আর দেশের জন্য বাংলা ভাষায় কিছু করার উদ্যোগে ২০১৯ সালে তার হাত ধরেই যাত্রা শুরু করে ই-নলেজ ডট কম। বর্তমানে(২০২০ সালে) তিনি ৮ম শ্রেণীতে অধ্যয়নরত। আপনাদের সকলের নিকট দোয়াপ্রার্থী।