ভাই আমরা জানি যে, বস্তু মাত্রই আয়তন আছে এবং যায়গা দখল করে।।
আর্কিমিডিসের প্লবতার সূত্রানুসারে কোনো বস্তুকে গ্যাসীয়/তরল পদার্থে ডুবালে বস্তুটি তার নিমজ্জিত অংশের সমপরিমান পানি অপসারিত করে।। অপসারিত পানির ওজন যখন বস্তুটির মোট আয়তনের চেয়ে কম হয় তখন ডুবে যায় আর বেশি হলে ভেসে থাকে।।
তাই নৌকাটি নদীর বা বড় কোনো ডিঘির যে পরিমান পানি অপসারিত করে ঐ পরিমান পানির ওজন নৌকার মোট আয়নের চেয়ে বেশি হয় যার ফলে নৌকা ভেসে থাকে।
আশা করি উত্তর টা পেয়েছেন ভাই...
জামিনুল রেজা ওরফে জামি আহমাদ জ্ঞানপিপাসু ও সৌখিন একজন সাধারণ মনের মানুষ। পছন্দ করেন নিঃস্বার্থ ভাবে অপরকে সাহায্য করতে।নিজেকে জানা ও অপরকে জানানোর অদম্য ইচ্ছার প্রয়াসে অনেক টাই জড়িয়ে গেছেন ই-নলেজ এর সাথে।বর্তমানে তিনি দশম শ্রেণিতে অধ্যয়নরত।জ্ঞান বিনিময়ের এই বিশাল প্লাটফর্মে নিরন্তর প্রচেষ্টায় জ্ঞান অন্বেষণে কাজ করে যাচ্ছেন একজন পরিদর্শক হিসেবে।