জেনে নিন- যেভাবে ই-নলেজে ডুপ্লিকেট প্রশ্ন বন্ধ করবেন।
অনেকেই প্রশ্ন বন্ধ করার সময় 'প্রশ্নটি ডুপ্লিকেট হয়েছে / প্রশ্নটি আগেও করা হয়েছে' এরকম লিখে প্রশ্ন বন্ধ করেন। কিন্তু এভাবে ডুপ্লিকেট প্রশ্ন বন্ধ করা যাবে না।
কিভাবে ডুপ্লিকেট প্রশ্ন বন্ধ করবেন তা এখানে স্টেপ বাই স্টেপ বলা হলো:
স্টেপ : ১ --> যে প্রশ্নটির ডুপ্লিকেট হয়েছে অর্থাৎ মূল প্রশ্নটির লিংকটি কপি করুন।
---> যারা অ্যান্ড্রয়েড ফোন কিংবা পিসি ব্যবহার করেন তারা খুব সহজেই যেকোনো প্রশ্নের লিংক খুব সহজেই কপি করতে পারেন। কিন্তু যারা জাভা , কিংবা বাটন ফোন ব্যবহার করেন তারা এবার জেনে নিন কিভাবে প্রশ্নের লিংক কপি করবেন। এর জন্য নিচের পদ্ধতিটি অবলম্বন করুন।
মূল প্রশ্নটিতে যান >> বামপাশে অপেরা মিনিতে Menu অপশনটি আসে সেখানে যান >> Tools >> Page Information >> এখানে "https://www.enolez.com/1234/" এই রকম একটি লিংক পাবেন। এটি ভালো করে মনে রাখুন কিংবা কোথাও লিখে রাখুন।
ব্যাস আপনার লিংক কপি করা হয়ে গেছে। আর যারা জাভা ফোন ব্যবহার করেন তারা Opera Mini 4.21 Java অ্যাপটি ব্যবহার করে খুব সহজেই লিংক কপি করতে পারবেন। এরকম কিছুই করতে হবে না। শুধু কয়েকটা শর্টকাট সেটিংস করে নিতে হবে।
স্টেপ : ২ ---> এবার ডুপ্লিকেট প্রশ্নটিতে প্রবেশ করুন। তারপর "বন্ধ কর" অপশনটিতে যান।
স্টেপ : ৩ ---> তারপর যে বক্সটি আসবে সেটাতে কপি করা লিংকটি পেস্ট করুন কিংবা লিখুন। তারপর "প্রশ্নটি বন্ধ কর" তে ক্লিক করুন।
ব্যাস প্রশ্নটি সঠিক নিয়মে বন্ধ হয়ে গেল।
আব্দুল্লাহ আল মাসুদ মহা প্রশাসক হিসেবে ই-নলেজ এর সাথে আছেন। অপরকে সাহায্য করতে খুব ভালোবাসেন।বর্তমানে তিনি একাদশ শ্রেণিতে অধ্যয়নরত। স্বপ্ন দেখেন একজন ভালো কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার। স্বপ্ন পূরণের দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাচ্ছেন ই-নলেজের সাথে। তাই তিনি সকলের কাছে দোয়া প্রার্থী .....!