"ক্রিকেট"। ক্রিকেট খেলতে খুব ভালোবাসি। একসময় ছিল যখন, ক্রিকেট আমার জীবনের লক্ষ্য ছিল। বলতে গেলে , বর্তমানে ক্রিকেট আমার জীবনের প্রায় অর্ধেক। ক্রিকেট খেলার জন্য জীবনে অনেক রিস্ক নিয়েছিলাম। এতটাই ভালোবাসি ক্রিকেট কে। ক্রিকেটে আমি সচরাচর 'উইকেটকিপার-ব্যাটসম্যান' হিসেবে খেলি তবে পরিস্থিতির চাপে পড়ে মাঝে মাঝে 'অলরাউন্ডার' হিসেবেও খেলতে হয়। কিন্তু তারপরও মোটামুটি সব খেলার কিছুটা হলেও পারি (তবে জুয়া বাদে)।
আব্দুল্লাহ আল মাসুদ মহা প্রশাসক হিসেবে ই-নলেজ এর সাথে আছেন। অপরকে সাহায্য করতে খুব ভালোবাসেন।বর্তমানে তিনি একাদশ শ্রেণিতে অধ্যয়নরত। স্বপ্ন দেখেন একজন ভালো কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার। স্বপ্ন পূরণের দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাচ্ছেন ই-নলেজের সাথে। তাই তিনি সকলের কাছে দোয়া প্রার্থী .....!