...
ই-নলেজ অতিক্রম করলো লক্ষাধিক সদস্যের এক বিশাল মাইলফলক!বিস্তারিত...

একটি সাইটে এডসেন্স এপ্রুভ হওয়ার জন্য কি কি প্রয়োজন ?

"আউটসোর্সিং" বিভাগে জিজ্ঞাসা করেছেন  
বন্ধ করেছেন
554 বার প্রদর্শিত
ওয়াপকিজ সাইট ।

লিংক কপি হয়েছে!

বন্ধ


1 উত্তর

2 পছন্দ 0 অপছন্দ
 
সর্বোত্তম উত্তর

আমার জানামতে ওয়াপকিজ সাইটে কখনোই এডসেন্স পাবেন না।

এডসেন্স এপ্রুভ হওয়ার জন্য প্রয়োজনীয় বিষয় সমূহ!

1.টপ লেভেল ডোমেইন

সাব ডোমেইন বা ফ্রী ডোমেই (যেমন: .tk .ga ইত্যাদি) দিয়ে আপনি কখনোই এডসেন্স পাবেন না।অ্যাডসেন্স পাওয়ার জন্য অবশ্যই আপনাকে ভালো মানের ডোমেইন সিলেক্ট করতে হবে। যেমন .com .net .org হলে ভালো হয়। অবশ্য আগে গুগোল Blogger এর সাব ডোমেইন হলেই অ্যাডসেন্স দিয়ে দিত। কিন্তু বর্তমানে আর সেই দিন নেই। তাই যেকোনো ধরনের সাইট হোক না কেন সবার আগে ভালো ডোমেইন সিলেক্ট করবেন।

2.সবার আগে গুগোল এর কাছে নিজেকে বিশ্বস্ত করে তুলুন।

অ্যাডসেন্স পাওয়ার জন্য অবশ্যই আপনাকে গুগলের কাছে একজন বিশ্বাসযোগ্য ব্যক্তি হতে হবে। এজন্য আগেই আপনার গুগোল অ্যাকাউন্ট কে মোবাইল ভেরিফাই করে নিতে হবে এবং গুগল প্লাস একাউন্ট এর প্রোফাইল ভালো হবে 100% Complete করার চেষ্টা করতে হবে। অবশ্যই প্রোফাইলে আপনার বয়স 18+ থাকতে হবে। উক্ত বিষয়গুলো বিদ্যামান থাকলে গুগল আপনাকে এডসেন্স দিতে অনেকটা ভরসা পাবে। কাজেই এ বিষয়ে ভালো ভাবে খেয়াল রাখতে হবে।

3.সাইটে পর্যাপ্ত কনটেন্ট থাকতে হবে।

অনেকেই -10 টা কনটেন্ট দিয়েই অ্যাডসেন্সে আবেদন করে থাকেন আর ভাবেন আগে অ্যাডসেন্স পাই তারপর বেশি কনটেন্ট দিব। এটা একটা বড় ধরনের ভুল। কেননা পর্যাপ্ত কনটেন্ট না থাকলে গুগোল কখনোই আপনার এডসেন্স একাউন্ট এপ্রুভ করবে না। কাজেই আপনাকে মিনিমাম 2-30 টা ভালো কনটেন্ট দিয়ে গুগল অ্যাডসেন্সে আবেদন করতে হবে। প্রত্যেকটি কনটেন্ট মিনিমাম 00 থেকে 700 ওয়ার্ডের হতে হবে এবং 10টা কনটেন্ট 100 ওয়ার্ড এর হলে ভালো হয়। তাহলে আপনি এডসেন্স পেয়ে যেতে পারেন।

4.আপনার সাইটে লোকাল কোন অ্যাড থাকলে তা সরিয়ে ফেলুন।

গুগোল কখনোই একাধিক ঝামেলা পছন্দ করে না। তাই আপনার সাইটে অন্য কোন এড নেটওয়ার্ক কোম্পানির অ্যাড থাকলে তা সরিয়ে ফেলুন। তারপর ফ্রেশ ভাবে এডসেন্সে এপ্লাই করুন। অ্যাডসেন্স পাওয়ার পর আপনি আবার অন্য কম্পানির অ্যাড ব্যবহার করতে পারেন।

.সাইটে ইউনিক ভিজিটর আনুন।

আপনার সাইটে অ্যাডসেন্স পাওয়ার সম্ভাবনা তখনই বেড়ে যায় যখন আপনার সাইটে প্রতিদিন নতুন/ইউনিক ভিজিটর আসে। তাই আপনার সাইটের SEO করার মাধ্যমে সাইটে প্রতিদিন নতুন নতুন ভিজিটর নিয়ে আসুন।কেননা ভিজিটর ছাড়া একটি সাইট মেরুদণ্ডহীন।

6.সাইট বা ডোমেইনের বয়স।

অনেকেই বলে থাকেন অ্যাডসেন্স পাওয়ার জন্য সাইটের বয়স মিনিমাম 1বছর অথবা 6 মাস হতে হবে,আবার অনেকেই বলে থাকেন মিনিমাম 3মাস বয়স হতে হবে। আসলে অনেক সাইটে 2-1 মাসের মধ্যেই এডসেন্স এপ্রুভ হয়ে যায়। অর্থাৎ একটি সাইটে পর্যাপ্ত কনটেন্ট থাকলে এবং সব কিছু Sitemap এ Index হলে গুগল এডসেন্স এপ্রুভ করবে। সে ক্ষেত্রে ভালো কাজ করলে 1 থেকে 2 মাসে এডসেন্স এপ্রুভ করানো সম্ভব।

7.সাইটে কিছু গুরুত্বপূর্ণ পেইজ।

আপনার সাইটে অবশ্যই Contact Us, About Us, Privacy Policy পেজ থাকতে হবে। কেননা গুগোল এগুলোকে খুবই গুরুত্ব দেয়, এই পেজ গুলো ছাড়া কখনোই এডসেন্সে এপ্লাই করবেন না।অন্যথায় আপনার এডসেন্স একাউন্ট এপ্রুভ করা হবেনা। কাজেই সবার আগেএই পেজ গুলো তৈরি করে ফেলুন।

8.কন্টেন্ট কপি করা থেকে বিরত থাকুন।

কখনোই আপনার সাইটে কপি করা কনটেন্ট দিবেন না, কেননা গুগল কপিরাইট ধরলে আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিতে পারে। যদি কপিরাইট কনটেন্ট ব্যবহার করতে চান তাহলে এখনি অ্যাডসেন্সে চিন্তা বাদ দিন। কারণ গুগোল আর আগের মতো নেই, এখন আপনার কনটেন্ট এর কপিরাইট ধরার জন্য গুগলের হাজারো সফটওয়্যার তৈরি হয়ে রয়েছে। তাই কপিরাইটের চিন্তা-ভাবনা মাথায় থাকলে এখনই তা ছুঁড়ে ফেলুন।

উত্তর প্রদান করেছেন (বিশারদ) (3,500 পয়েন্ট)  
নির্বাচিত করেছেন
ভাই ওয়াপকিজ সাইটেও অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়। কিন্তু এটা একটা থার্ডপার্টি ওয়েবসাইট বিল্ডার । তাই গুগল এদের র্যাংক একটু কম করে। যে ওয়েবসাইটে এসএসএল সার্টিফিকেট নেই তাদের অ্যাডসেন্স পাওয়াটা অনেক কঠিন। তাই ওয়াপকিজেও কঠিন।
মন্তব্য করা হয়েছে করেছেন (বিশারদ) (4,107 পয়েন্ট)  
হুম...।
মন্তব্য করা হয়েছে করেছেন (বিশারদ) (3,500 পয়েন্ট)  

সংশ্লিষ্ট প্রশ্নগুচ্ছ

18,581 টি প্রশ্ন

19,469 টি উত্তর

2,568 টি মন্তব্য

102,917 জন সদস্য

ই-নলেজ কুয়েরি বাংলা ভাষায় সমস্যা সমাধানের একটি নির্ভরযোগ্য ওয়েবসাইট। এখানে আপনি প্রশ্ন-উত্তর করার মাধ্যমে নিজের সমস্যার সমাধানের পাশাপাশি দিতে পারেন অন্যদের সমস্যার নির্ভরযোগ্য সমাধান! বিভিন্ন ব্যক্তিগত সমস্যা, পড়ালেখা, ধর্মীয় ব্যাখ্যা, বিজ্ঞান বিষয়ক, সাধারণ জ্ঞান, ইন্টারনেট, দৈনন্দিন নানান সমস্যা সহ সকল বিষয়ে প্রশ্ন-উত্তর করতে পারবেন! প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি অনলাইনে বাংলা ভাষায় উন্মুক্ত তথ্যভান্ডার গড়ে তোলা আমাদের লক্ষ্য!
তাই আজই যুক্ত হোন ই-নলেজে আর বাড়িয়ে দিন আপনার জ্ঞানের গভীরতা...!
Empowering Novel Learners with Zeal (Enolez)



  1. Enolej Official Team

    75 টি পরীক্ষণ কার্যক্রম



  2. MdAUKhan

    1 টি পরীক্ষণ কার্যক্রম



  1. Dany Basset

    100 পয়েন্ট

    0 টি উত্তর

    0 মন্তব্য

    0 টি প্রশ্ন

  2. Mehdi Cassonnet

    100 পয়েন্ট

    0 টি উত্তর

    0 মন্তব্য

    0 টি প্রশ্ন

  3. Enolej Official Team

    22 পয়েন্ট

    4 টি উত্তর

    2 মন্তব্য

    4 টি প্রশ্ন

  4. ইফতেখার নাইম

    15 পয়েন্ট

    3 টি উত্তর

    0 মন্তব্য

    2 টি প্রশ্ন

  5. TamimAdnani

    6 পয়েন্ট

    0 টি উত্তর

    0 মন্তব্য

    1 প্রশ্ন

...