ই-নলেজ অতিক্রম করলো লক্ষাধিক সদস্যের এক বিশাল মাইলফলক!বিস্তারিত...
person
!
প্রোফাইল আপডেট

ই-নলেজ কুয়েরি এর নীতিমালা পাতাটি পড়ার জন্য আপনাকে স্বাগতম!

ই-নলেজ দ্বারা পরিচালিত ই-নলেজ কুয়েরি একটি অনলাইন কমিউনিটি। কমিউনিটিতে সদস্যরা গুরুগম্ভীর থেকে হালকা - যেকোন বিষয়ে প্রশ্ন ও প্রশ্নের উত্তর দিতে পারে। অনলাইন কমিউনিটি হওয়ায় এই সাইটটি বিভিন্ন মতের মানুষের মিলনস্থল হবে - এটাই স্বাভাবিক। এই বিভিন্ন ধরনের সদস্যদের মাঝে শৃঙ্খল যোগাযোগ বজায় রাখার জন্য আপনি যতদিন ই-নলেজ কুয়েরি- এর সাথে থাকবেন, ততদিন আপনাকে ( প্রশ্ন, উত্তর ও মন্তব্য করা ) অর্থাৎ সকল কার্যক্রমের ক্ষেত্রে আমাদের নীতিমালা যথাযথভাবে মেনে চলতে হবে।কোন সদস্য কমিউনিটির নিয়মকানুনগুলো অমান্য করলে, তার বিরুদ্ধে কমিউনিটির প্রশাসন বোর্ড এক বা একাধিক ব্যবস্থা নিতে পারেন। এমনকি কোন রকম সতর্কীকরণ নোটিশ ছাড়া তার সদস্যপদ চিরদিনের জন্য বাতিলও করে দিতে পারেন।



ই-নলেজ কুয়েরি- এর নীতিমালাসমূহ বিস্তারিতভাবে নিম্নোক্ত আলোচনা করা হলো→




রেজিস্ট্রেশন করার সময় যে বিষয়গুলো অব্যশই মানতে হবে।


১। দয়া করে বাংলা সদস্যনাম ব্যবহার করুন। আমরা বাংলা ছাড়া অন্য ভাষার সদস্য নাম ব্যবহার করাকে চরমভাবে নিরুৎসাহিত করি। সদস্যনাম অবশ্যই সুন্দর ও সহজে পঠনযোগ্য হতে হবে।



২। আপনার সঠিক নাম ব্যবহার করুন। নিকনেম গ্রহনযোগ্য তবে যে নামে আপনাকে কেউ চেনেন না সেই নাম গ্রহনযোগ্য নয়।



৩। বিশেষ কিছু নাম ব্যবহার করা যাবেনা যেমনঃ কিউট পরি, সুন্দরী পরী, স্মার্ট বয়। ধর্মানুভূতিতে আঘাত করে এমন কোন নাম ব্যবহার করা যাবেনা। মানুষের নাম নয় এমন নামও ব্যবহার করা যাবেনা।



৪। নিজের নামের ক্ষেত্রে কোন অপঠনযোগ্য ক্যারেক্টার ব্যবহার করা যাবেনা তবে নাম আগেই কেউ নিয়ে থাকলে আপনি নামের শেষে সংখ্যা ব্যবহার করতে পারবেন।



৫। রেজিস্ট্রেশন করার পর আপনার নাম কোনরুপ সম্পাদনা করা হবেনা। আপনি অনুরোধ করতে পারবেন না। তবে কতৃপক্ষ যেকারও , যেকোন নাম সম্পাদনা করার অধিকার সংরক্ষন করে।(যদি নামে কোন অপ্রাসঙ্গিক, আপত্তিমুলক অথবা কোন অভিযোগ থাকে) ।



৬। আপনি কখনো আপনার একাউন্ট ডিলিট করতে চাইতে পারবেন না। কোন প্রক্রিয়ায় আপনি আমাদের সার্ভিস ব্যবহারে অস্বীকৃতি জানালেও তখন থেকেই আপনি ব্যবহার বন্ধ করতে পারেন তবে আপনার একাউন্ট বন্ধ করা হবেনা। এই মর্মে স্বীকার করেই একাউন্ট খুলছেন বলে স্বীকৃতিপ্রাপ্ত। তবে কতৃপক্ষ চাইলে যে কারও একাউন্ট মুছে ফেলার অধিকার সংরক্ষন করে।


৭।কোন অবস্থাতেই নিম্নে বর্ণিত সদস্যনামগুলো নিজের জন্য নেয়া যাবেনা। এসব সদস্যনাম পরবর্তীতে প্রশাসকগণ কোন কারণ না দর্শিয়েই মুছে দেবেন।



ক।ই-নলেজ কুয়েরি এর প্রশাসন বা কর্তৃপক্ষের সাথে সংশ্লিষ্টতা বোঝাতে পারে এমন কোন সদস্যনাম ব্যবহার করা যাবে না। যেমন: - অ্যাডমিন, প্রশাসক, সমন্বয়কারী, রুট ইত্যাদি। 

খ। মানুষের ধর্মীয় অনুভুতিকে আঘাত করে এরকম নাম নেয়া যাবে না (যেমন: আল্লাহ, ফেরেশতা, শয়তান, ভগবান, ঈশ্বর ইত্যাদি) 



গ। বিখ্যাত ব্যক্তিদের নাম দিয়ে নিবন্ধন করা যাবে না (যেমন: আইনস্টাইন, আইজাক আসিমভ, নিউটন, লিনুস, স্টিভ জবস, রবীন্দ্রনাথ ঠাকুর ইত্যাদি)। অবশ্য বাস্তবিকই যদি ব্যবহারকারীর নামের সাথে বিখ্যাত ব্যক্তির নামের মিল থাকে, তবে সেটা বিবেচনা করা হতে পারে। 



ঘ। অপর কোন গুরুত্বপূর্ণ পক্ষকে উপস্থাপন করে বা অন্য কোন পক্ষের প্রতিনিধিত্ব বোঝায়, অনুমতি ছাড়া সেরকম নামও ব্যবহার করা যাবেনা। 



ঙ। ই-নলেজ কুয়েরি এর কোন সদস্যকে ব্যঙ্গ করে কোন নাম নেয়া যাবে না। 



চ। অশ্লীল কোন নাম বা কোন অশ্লীল অর্থ বহন করে বা অশ্লীল কিছু ইঙ্গিত করে এরকম নাম নেয়া যাবে না।



৮। আপনার একাউন্টের কার্যক্রম নিয়মিত দেখা হতে পারে।


৯।নীতিমালা পরিপূর্নভাবে স্বীকার করে একাউন্ট করছেন এবং আমাদের স্থায়ী ও অস্থায়ী সকল প্রকার আদেশ নিষেধ মেনে চলবেন মর্মে একাউন্ট করার অনুমতি দেয়া হল।
প্রশ্ন করার ক্ষেত্রে যে বিষয়গুলো আপনাকে অবশ্যই মানতে হবে!
১। প্রশ্ন করার ক্ষেত্রে অবশ্যই বাংলা ভাষা তথা বাংলা বর্ণমালা ব্যবহার করে লিখতে হবে। বাংলা ছাড়া অন্য ভাষা ব্যবহার করা যাবেনা। তবে বিশেষ কোন শব্দ যেটি অন্যভাষা থেকে এসেছে শুধু সেই শব্দটি সে ভাষায় লেখা যাবে(বিশেষত ইংরেজী শব্দের ক্ষেত্রে) তবে কোন ক্রমেই অন্য ভাষায় পুরা বাক্য লেখা যাবেনা। এছাড়া যে শব্দের সহজবোধ্য বাংলা আছে সেটি অন্যভাষায় লেখা যাবেনা। ইংলিশ সাবজেক্ট এর প্রশ্ন ইংলিশে করা যাবে। বিশেষ সদস্যগণ আপনার ব্যবহৃত যেকোন ভাষা সম্পাদনা করে দেবার অধিকার রাখেন।



২।ই-নলেজ কুয়েরি এ প্রশ্ন করার পূর্বে অবশ্যই আমাদের সাইটের সার্চ বক্সে একবার সার্চ করে দেখুন, আপনার উক্ত প্রশ্নটি পূর্বে থেকেই করা আছে কিনা। অর্থাৎ, পূর্বে অন্য কোন সদস্য আপনার প্রশ্নটি জিজ্ঞাসা করেছেন কিনা এবং তাতে আপনার প্রশ্নের সন্তুষ্টজনক উত্তর আছে কিনা। যদি আপনার প্রশ্নটির উত্তর পেয়ে যান, সেক্ষেত্রে প্রশ্ন দ্বিতীয়বার করার প্রয়োজন নেই। উত্তর থাকা সত্বেও একই প্রশ্ন একাধিকবার করলে প্রশাসনগণ ঐ প্রশ্ন মুছে ফেলতে পারেন।


৩।যে প্রশ্নের উত্তর সম্পর্কে আপনি ভাল জানেন, সেই প্রশ্ন করা যাবেনা। আপনার অজানা বিষয়েই কেবল জানার জন্য প্রশ্ন করতে পারবেন।(না জানার ভাব করে, জানা উত্তরের প্রশ্নও গ্রহনযোগ্য হবেনা)। আইকিউ ও ধা ধা ধরনের প্রশ্ন শুধু মাত্র মজা নিতে করা যাবেনা। যেকোন ছেলেমানুষী কমেডি ধরনের যেনতেন আইকিউ গ্রহন করা হবেনা । এক কথায় উত্তরযুক্ত প্রশ্নকে অনুৎসাহিত করা হচ্ছে। কিন্তু সাধারনজ্ঞান ভিক্তিক প্রশ্ন করা যাবে।


৪।কোনো প্রশ্ন করলে সবচেয়ে কাছের সঠিক বিভাগ নির্বাচিত করুন। আপনি যদি উক্ত প্রশ্নটির সঠিক বিভাগে নির্বাচিত করতে অকৃতকার্য হোন, এক্ষেত্রে " ( অন্যান্য ) " বিভাগে আপনার প্রশ্নটি করুন। পরবর্তী যেকোনো সময় আমাদের যেকোনো বিশেষ সদস্য উক্ত প্রশ্নটি সঠিক বিভাগ নির্বাচিত করে দিবেন।


৫।উত্তরদাতা আপনার প্রশ্নটি পুরোপুরি বুঝার জন্য প্রশ্নের " ব্যাখ্যামূলক তথ্য " বক্সে আপনার প্রশ্নটি সম্পর্কে বিস্তারিত দিতে পারেন। এতা করে, উত্তরদাতার প্রশ্নটির উত্তর দিয়ে সহজ হবে।


৬।আপনার প্রশ্নটি এমন হবে যেন প্রশ্ন পড়েই মনে হবে আপনি বিস্তারিত অনেক কিছু জানতে চেয়েছেন। যেমনঃ বাংলাদেশের রাজধানী ঢাকা মোট কতবার রাজধানী হয়েছে? এ সংক্রান্ত ইতিহাস জানতে চাই? তবে একসাথে ভিন্ন ভিন্ন বিষয়ে দুটি প্রশ্ন করা যাবেনা। একই বিষয় হলে করা যাবে যদি উত্তর একটি আর্টিকেলেই থাকে।


৭।অপ্রয়োজনীয় প্রশ্ন করা থেকে বিরত থাকুন। কোনো প্রশ্ন করলে প্রশ্নের বানানগুলো স্পষ্ট করে সুন্দরমতো সাজিয়ে-গুছিয়ে প্রশ্নটি করুন। যাতে আপনার প্রশ্নটি অন্যান্য সদস্যগণের নিকট বোধগম্য হয়। প্রশ্নটি পরিপাটি হলে উত্তরকারীর জন্য উত্তর দিতে সহজ হবে।

৮।বিশেষ সদস্যগণ বা কতৃপক্ষ সেন্সর করে আপনার যেকোন প্রশ্ন মুছে ফেলতে পারেন অথবা সম্পাদনা করে যথাযথভাবে উপস্থাপনা করে প্রকাশ করতে পারেন।

উত্তর করার ক্ষেত্রে যে বিষয়গুলো আপনাকে অবশ্যই মানতে হবে!
১।ই-নলেজ কুয়েরি হলো সম্পূর্ণ বাংলা ভাষার ওয়েবসাইট। সুতরাং, সকল প্রশ্নের উত্তর বাংলা ভাষায় প্রদান করা বাধ্যতামূলক।
২।বিভাগ অনুযায়ী বিশেষজ্ঞ রাখা হতে পারে, যারা দেখবেন সঠিক তথ্য ও নির্ভরযোগ্য উৎসের রেফারেন্স দিয়ে পূর্ন উত্তর প্রদান করা হয়েছে কিনা। অসম্পূর্ণ ও যথাযথ না হলে লুকায়িত বা বাতিল করা হবে।
৩।ই-নলেজ কুয়েরি- এর একজন সদস্য হিসেবে প্রথমেই মনে রাখতে হবে, ই-নলেজ কুয়েরি হলো একটি সমস্যা সমাধানমূলক ওয়েবসাইট। সেক্ষেত্র কোনো প্রশ্নের উত্তর প্রদান করলে নির্ভুল, সুপ্রযুক্ত, মানসম্মত, যথোপযুক্ত ও তথ্যবহুল উত্তর দিয়ে সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করুন। আংশিক, অসম্পূর্ণ, যুক্তিহীন, অযৌক্তিক উত্তর প্রদান করা থেকে বিরত থাকুন।
৪।উত্তর প্রদান করার ক্ষেত্রে অবশ্যই বাংলা ভাষা তথা বাংলা বর্ণমালা ব্যবহার করে লিখতে হবে। বাংলা ছাড়া অন্য ভাষা ব্যবহার করা যাবেনা। তবে বিশেষ কোন শব্দ যেটি অন্যভাষা থেকে এসেছে শুধু সেই শব্দটি সে ভাষায় লেখা যাবে(বিশেষত ইংরেজী শব্দের ক্ষেত্রে) তবে কোন ক্রমেই অন্য ভাষায় পুরা বাক্য লেখা যাবেনা। এক্ষেত্রেও যদি বাক্যটি কোন মহামানবের কোটেশন হয় তবে তা গ্রহনযোগ্য এবং বাক্যটি ডাবল কোটেশনের ভেতর লিখতে হবে। এছাড়া যে শব্দের সহজবোধ্য বাংলা আছে সেটি অন্যভাষায় লেখা যাবেনা। কতৃপক্ষ আপনার ব্যবহৃত যেকোন ভাষা সম্পাদনা করে দেবার অধিকার রাখেন।
৫।যে প্রশ্ন সম্পর্কে আপনি ভাল জানেন, শুধু সেই প্রশ্নের জন্য উত্তর প্রদান করুন । এক কথায় উত্তর প্রদান করা যাবেনা অর্থাৎ অল্প কথায় উত্তর প্রদান করা যাবেনা। যে বিষয়ে প্রশ্ন, সেই বিষয়ের ভুমিকা সঙ্গা সহ গভেষণা মুলক বা আর্টিকেল মুলক বিষদভাবে উত্তর করতে হবে। অনেকটা "বাংলা দ্বিতীয় পত্রের রচনা" লেখার মত।
৬।কোনো প্রশ্নের সমস্যার সমাধান যদি আপনি না বুঝেন তাহলে সে প্রশ্নে উত্তর প্রদান করা থেকে বিরত থাকুন। কোনো প্রশ্নে উত্তর প্রদান করলে প্রশ্নটির পূর্ণাঙ্গ সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করুন। যাতে আপনার উত্তরটির দ্বারা উত্তরকারী তাঁর সমস্যার পূর্ণাঙ্গ সমাধান পেতে পারেন ।
৭।মডেল উত্তর
কম্পিউটার কিভাবে কাজ করে? [(কম্পিউটার বাইনারী পদ্ধতিতে কাজ করে) এমন উত্তর করা যাবেনা]।
শুধুমাত্র উত্তরের কাঠামো বলা হল- কম্পিউটার কিঃ, বিদ্যুৎ কিঃ, ট্রানজিস্টর যেভাবে সংকেত তৈরি করেঃ, অন্যন্য পার্টস যেভাবে বিদ্যুৎ মডিফিকেশন করেঃ নেটওয়ার্ক সিগনাল যেভাবে তথ্য বহন করেঃ, সকল যন্ত্রাংশের সংগঠন একত্রে কম্পিউটার কাজ যেভাবে কাজ করেঃ, উপসঙ্গহারঃ । এই হচ্ছে মোটামুটি সম্ভাব্য উত্তর প্রদানের ধারা। আপনাকে বুঝতে হবে আনুষঙ্গিক সকল বিষয় নিয়া বিশদ উত্তর হবে।
৮।তবে প্রতিষ্ঠানিক বই পত্র বিভাগটি শুধু স্কুল কলেজের বইয়ের প্রশ্ন বা পরীক্ষার প্রশ্ন হওয়ায় এই বিভাগে বড় ছোট যেকোন আকারে উত্তর প্রদান করা যাবে। এক্ষেত্রে বিশেষ নীতি হচ্ছে আপনি গোল্ডেন এ+ পেতে চান তাহলে কিভাবে লিখলে সর্বোচ্চ মার্ক পেতেন, সেই ভাবে উত্তর করতে হবে। এক কথায় গাইড বইতে যেভাবে থাকে সেইভাবে উত্তর লিখে দিতে হবে। নিজের মতামতের ব্যাখ্যা করা যাবেনা। শুধুমাত্র প্রশ্নের উত্তরটুকুই লিখতে হবে।
৯।ই-নলেজ কপি-পেস্ট কে সমর্থন করে না। সুতরাং, কোন প্রশ্নের উত্তর অন্য ওয়েবসাইট থেকে হুবহু কপি-পেস্ট করে উত্তর প্রদান করবেন না। কপি-পেস্ট উত্তর প্রদান করা সময় যে বিষয়টি লক্ষ্য করবেন, আপনি যে উত্তরটি পুরাপুরি কপি-পেস্ট করেছেন সেটাকে সুন্দর মতো নিজের থেকে সাজিয়ে-গুছিয়ে উত্তর প্রদান করার চেষ্টা করুন। 
সেই সাথে কপি-পেস্ট করে উত্তর প্রদান করলে উক্ত উত্তরটির তথ্যসূত্র উল্লেখ করে দিন। ই-নলেজ কুয়েরি থেকে কোনো সদস্যের উত্তর পুরাপুরি কপি-পেস্ট করলে, উত্তর প্রদান করার সময় মূল উত্তরকারীর নামটি উত্তরের নিচে উল্লেখ করে দেওয়ার চেষ্টা করুন।
১০।স্বাস্থ্য ও চিকিৎসা এবং যৌন বিভাগের প্রশ্নে কোনো ঔষধের নাম সরাসরি উল্লেখ করে উত্তর প্রদান করার পূর্বে সর্তকতা অবলম্বন করুন। আপনি আগে ভাবুন এ বিষয়ে আপনার যথেষ্ঠ অভিজ্ঞ রয়েছে কিনা। কারণ- আপনার একটি ভুল পরামর্শের জন্য অপরের সমস্যা আরো দ্বিগুণ বাড়িয়ে দিতে পারে। তাই, এ বিষয়ে সব সময় সর্তকতা অবলম্বন করুন।
১১।কোনো প্রশ্নে উত্তর প্রদান করলে আপনার উত্তরটির পুরোপুরিভাবে সত্যতা প্রমানিত করানোর জন্য তথ্যসূত্র উপস্থাপনা করার চেষ্টা করা। তবে সকল উত্তরের ক্ষেত্রে উত্তরের তথ্যসূত্র প্রয়োজনীয়তা নেই যেসব উত্তরের ক্ষেত্রে উত্তরের তথ্যসূত্র অনিবার্য হয়ে পড়ে শুধুমাত্র সেসব উত্তরের ক্ষেত্রেই এই নিয়মটি প্রযোজ্য।

১২।শর্ট উত্তর দেওয়ার জন্য সতর্কতাঃ
এরকম ভাবে উত্তর দেওয়া যাবে নাঃ- 
 চট্টগ্রামের পূর্বনাম কি?
উত্তরঃ ইসলামাবাদ।
এভাবে উত্তর দিলে উত্তর অনুমোদন দেওয়া হবে না বা কোন এডমিনের সামনে এধরনের উত্তর দেখা মাত্র লুকিয়ে ফেলা হবে।


সঠিক নিয়মে যেভাবে উত্তর দিবেনঃ

 চট্টগ্রামের পূর্বনাম কি?
উত্তরঃ চট্টগ্রামের পূর্বনাম ইসলামাবাদ।
এক শব্দে উত্তর দেওয়া থেকে বিরত থাকুন। সম্পূর্ণ বাক্যে উত্তর দেওয়ার চেষ্টা করুন।

অন্যান্য কার্যকলাপের ক্ষেত্রে যে বিষয়গুলো অব্যশই মানতে হবে।
১। প্রশ্নে, উত্তরে, বার্তা ও মন্তব্যে বাংলা ভাষা ব্যতীত অন্যান্য ভাষা প্রয়োগ করা থেকে সবসময় বিরত থাকুন।



২।কোন ব্যক্তিগত বার্তা প্রেরকের পূর্বানুমতি ছাড়া প্রকাশ করা যাবে না। ব্যক্তিগত বার্তায় কাউকে হয়রানি করা যাবে না কিংবা অবৈধ কোন কিছু আদান-প্রদান করা যাবে না।



৩।ভালো কোন উত্তর দেখলে মানসম্মত ভোট প্রদান করুন এবং উত্তরকারীর উত্তরটিকে সর্বোত্তম উত্তর হিসেবে নির্বাচিত করার চেষ্টা করুন। এতে করে পরবর্তীতে প্রশ্নকারীর অন্যান্য প্রশ্নে উত্তর প্রদান করার প্রতি আগ্রহী হবেন। প্রয়োজনে উত্তরকারীর ভালো, মানসম্মত, যথোপযুক্ত উত্তরের জন্য মন্তব্য করে ( উত্তরটি ভালো হয়েছে, ভালো উত্তরটি প্রদান করার জন্য আপনাকে ধন্যবাদ ইত্যাদি, এগুলোও জানিয়ে উত্তরকারীকে উৎসাহিত করতে পারেন)। অনুপযোগী উত্তর দেখলে নিম্নভোট প্রদান করুন। এবং আপত্তিকর থাকলে "সতর্ক কর" নামের অপশনে ক্লিক করে, সতর্ক করে আমাদের জানিয়ে দিতে পারেন।



৪।ব্যক্তিগত স্বার্থে বা ইচ্ছাকৃতভাবে কিংবা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কোন যৌক্তিক ও পর্যাপ্ত কারণ ছাড়া ঋণাত্মক ভোট দেয়া যাবেনা বা সতর্ক করা যাবেনা।



৫।ই-নলেজ কুয়েরি এ একাউন্ট খুললে তা আর ডিলেট করতে পারবেন না।



৬।এখানে অন্য সাইটে প্রকাশিত নিজের কোন লেখা বা নিজের ওয়েবসাইটের প্রচার বা প্রসার করা যাবেনা।ই-নলেজ কুয়েরি এর মূল উদ্দেশ্য জ্ঞান আহরণ ও জ্ঞান বিতরণ করা। এটি কোন বেচাকেনা কিংবা বাণিজ্যিক কেন্দ্র নয়। তাছাড়া লেখার সাথে অসংগতিপূর্ণ কোন লিংক বা বিজ্ঞাপন উল্লেখ করা যাবেনা, যার সাথে ব্যক্তিস্বার্থ বা আর্থিকস্বার্থ জড়িয়ে আছে। তবে আপনি যদি কোন বিষয়ে পারদর্শী হয়ে থাকেন, কিংবা কোন বিষয়ে যদি আপনার শখ থেকে থাকে বা কোন বিষয়ে যদি আপনার পেশাগত দক্ষতা থেকে থাকে, তবে সে বিষয়ক যেকোন প্রশ্ন, উত্তর বা মন্তব্যে বিস্তারিত তথ্যের জন্য ভাল ও তথ্য সমৃদ্ধ যে কোন ওয়েবসাইট লিংক (সেটা আপনার নিজের ওয়েবসাইটও হতে পারে) আপনি উল্লেখ করতে পারবেন।



৭।প্রতিটি সদস্যের সাথে মার্জিত ভাষায় কথাবার্তা বলা। কোনো সদস্যকেই তুমি বলে সম্বোধন করবেন না। প্রতিটি সদস্যকে আপনি করে সম্বোধন করা। কোনো সদস্যকে অপমানিত বা ছোট করা হবে এমন ভাষা ব্যবহার করে সম্বোধন করা থেকে বিরত থাকুন।



৮।কোনো উত্তরে, প্রশ্নে, মন্তব্যে কিংবা একান্ত বার্তায় অশালীন, অশ্লীল, আক্রমণাত্মক ও অনর্থক ভাষা প্রয়োগ করা থেকে সবসময় নিজেকে অব্যাহতি রাখুন।ই-নলেজ কুয়েরি- এর যেকোনো কার্যক্রমের ক্ষেত্রে এই ভাষাগুলো প্রয়োগ করা থেকে বিরত থাকুন। ই-নলেজ কুয়েরি এর সদস্য হিসেবে প্রতিটি সদস্যের সাথে শালীনতা সবসময় বজায় রাখুন এবং অন্যান্য সদস্যকে সম্মান করুন।



৯।ভালো কোন উত্তর দেখলে মানসম্মত ভোট প্রদান করুন এবং উত্তরকারীর উত্তরটিকে সর্বোত্তম উত্তর হিসেবে নির্বাচিত করার চেষ্টা করুন। এতে করে পরবর্তীতে প্রশ্নকারীর অন্যান্য প্রশ্নে উত্তর প্রদান করার প্রতি আগ্রহী হবেন। প্রয়োজনে উত্তরকারীর ভালো, মানসম্মত, যথোপযুক্ত উত্তরের জন্য মন্তব্য করে ( উত্তরটি ভালো হয়েছে, ভালো উত্তরটি প্রদান করার জন্য আপনাকে ধন্যবাদ ইত্যাদি, এগুলোও জানিয়ে উত্তরকারীকে উৎসাহিত করতে পারেন)। অনুপযোগী উত্তর দেখলে নিম্নভোট প্রদান করুন। এবং আপত্তিকর থাকলে "সতর্ক কর" নামের অপশনে ক্লিক করে, সতর্ক করে আমাদের জানিয়ে দিতে পারেন।



১০।অযাথা কারো প্রশ্ন, উত্তর ও মন্তব্যে সর্তক করা বা ধব্বজা যুক্ত করবেন না। সর্তক করা বা সতর্ক করার পূর্বে মন্তব্য করে জানিয়ে দিন সর্তক করার কারণটি।



১১।একজন সদস্য কোন অবস্থাতেই একাধিক সদস্যনাম ব্যবহার করতে পারবেনা। কোন ব্যক্তি একাধিক সদস্যনাম ব্যবহার করে কোন প্রকার অস্থিতিশীল পরিস্থিতি বা পরিবেশ সৃষ্টি করলে বা একাধিক সদস্যনাম ব্যবহার করে নিজের লেখায় অবৈধভাবে ভোট দিলে - তার বিরুদ্ধে প্রশাসকগণ যথাযথ ব্যবস্থা গ্রহন করবে।



১২।প্রশ্ন, উত্তর, মন্তব্য বা অন্য কোথায়ও অশ্লীল বা অশালীন (লেখা, ছবি, লিংক বা ভিডিও ইত্যাদি) কিছু শেয়ার করা যাবে না।


১৩।ই-নলেজ- এ প্রকাশিত প্রশ্ন, উত্তর, মন্তব্যসহ যাবতীয় সকল কার্যকলাপের সম্পূর্ণ দায়ভার আপনার নিজের উপর। কিন্তু তা প্রকাশের পর রাখা বা মুছে ফেলার ক্ষমতা প্রশাসন বোর্ডের। ই-নলেজ আপনার প্রকাশিত সকল কার্যক্রমের কোন ধরনের দায়-দায়িত্ব বহন করবে না।


১৪।আপনি যা নন, বাহবা নেবার জন্য দয়া করে সেভাবে নিজেকে উপস্থাপন করবেননা। ই-নলেজ এর সদস্য হিসেবে আপনাকে অবশ্যই সততার পরিচয় দিতে হবে। এমনভাবে কোন উত্তর বা মন্তব্য করবেন না যাতে করে তা কারো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

কোন সদস্য উপরোক্ত নীতিমালাসমূহ অমান্য বা বিশৃঙ্খলা সৃষ্টি করলে, বিশৃঙ্খলা সৃষ্টিকারীর (বা সৃষ্টিকারীদের) বিরুদ্ধে ই-নলেজ এর প্রশাসন বোর্ড প্রয়োজনমত নিম্মবর্ণিত এক বা একাধিক ব্যবস্থা নিবেন।

  1. সাময়িকভাবে বা স্থায়ীভাবে নিষিদ্ধ করা। 
  2. ওয়ার্নিং বা সতর্কতা পাঠানো। 
  3. প্রশ্ন/উত্তর/মন্তব্য/সদস্যনাম/পয়েন্ট বা সংশ্লিষ্ট বিষয়টি পুরোপুরি বা আংশিক পরিবর্তন বা পরিবর্ধন করা। 
  4. ইমেইল/আইপি নিষিদ্ধ করা। 
  5. সংশ্লিষ্ট প্রশ্ন/উত্তর/মন্তব্য/সদস্যনাম/পয়েন্ট ইত্যাদি বন্ধ করা বা মুছে ফেলা। 
  6. সদস্যপদ বাতিল করা / মুছে ফেলা।
  7. এছাড়াও যুক্তিসংগত অন্যান্য যে কোন ব্যবস্থা নেয়া।
  8. ইত্যাদি!


উপরোক্ত বিষয়গুলো ই-নলেজ কুয়েরি এর সদস্য হিসেবে মেনে চলবেন বলে ই-নলেজ কুয়েরি- এর নীতিমালা আশাবাদী।
সর্বোপরি ই-নলেজ এর যে কোন বিষয়ে প্রশাসকবৃন্দ সর্বময় ক্ষমতা সংরক্ষণ করেন। কমিউনিটির কল্যানে প্রশাসন বোর্ডের যেকোন সিন্ধান্তই যেকোন অবস্থায় চুড়ান্ত বলে গণ্য হবে। পরিবর্তিত পরিস্থিতিতে কমিউনিটির স্বার্থে প্রশাসন বোর্ড এই নিয়মকানুনে যে কোন ধরণের সংশোধন, সংযোজন বা বিযোজন করতে পারবেন।
আপনার অ্যাকাউন্ট স্থগিত হলে, স্থগিত হওয়া অ্যাকাউন্ট পুনরুদ্ধার করতে ই-নলেজ কুয়েরি এর সম্পূর্ণ নীতিমালা মেনে নেওয়ার প্রতিশ্রুত দিয়ে, ফিডব্যাক পাঠালে আপনার অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে। স্থগিত অ্যাকাউন্ট ফিরে পেতে এখানে ক্লিক করুন।

আপনার কোন রকম মতামত ও অভিযোগ থাকলে আমাদের জানাতে পারেন। আমরা আপানার যে কোন মতামত-অভিযোগ গুরুত্বসহকারে দেখি।মতামত পাঠানোর জন্য আমাকে ব্যবহার করুন।



18,556 টি প্রশ্ন

19,444 টি উত্তর

2,558 টি মন্তব্য

102,759 জন সদস্য

ই-নলেজ কুয়েরি বাংলা ভাষায় সমস্যা সমাধানের একটি নির্ভরযোগ্য ওয়েবসাইট। এখানে আপনি প্রশ্ন-উত্তর করার মাধ্যমে নিজের সমস্যার সমাধানের পাশাপাশি দিতে পারেন অন্যদের সমস্যার নির্ভরযোগ্য সমাধান! বিভিন্ন ব্যক্তিগত সমস্যা, পড়ালেখা, ধর্মীয় ব্যাখ্যা, বিজ্ঞান বিষয়ক, সাধারণ জ্ঞান, ইন্টারনেট, দৈনন্দিন নানান সমস্যা সহ সকল বিষয়ে প্রশ্ন-উত্তর করতে পারবেন! প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি অনলাইনে বাংলা ভাষায় উন্মুক্ত তথ্যভান্ডার গড়ে তোলা আমাদের লক্ষ্য!
তাই আজই যুক্ত হোন ই-নলেজে আর বাড়িয়ে দিন আপনার জ্ঞানের গভীরতা...!



  1. MdAUKhan

    44 টি পরীক্ষণ কার্যক্রম



  2. ইফতেখার নাইম

    4 টি পরীক্ষণ কার্যক্রম



  3. Ai Sami

    2 টি পরীক্ষণ কার্যক্রম



  1. Ai Sami

    52 পয়েন্ট

    12 টি উত্তর

    5 মন্তব্য

    0 টি প্রশ্ন

  2. MdAUKhan

    46 পয়েন্ট

    7 টি উত্তর

    6 মন্তব্য

    2 টি প্রশ্ন

  3. AssainNetBd

    15 পয়েন্ট

    3 টি উত্তর

    0 মন্তব্য

    0 টি প্রশ্ন

  4. Sadik

    14 পয়েন্ট

    3 টি উত্তর

    0 মন্তব্য

    0 টি প্রশ্ন

  5. Otibachok

    11 পয়েন্ট

    1 উত্তর

    0 মন্তব্য

    0 টি প্রশ্ন

...