জ্ঞানীদের চিনতেও কিছুটা জ্ঞানের প্রয়োজন হয়। (দয়া করে কেউ বাক্যটির অর্থ ভুলভাবে নেবেন না।)
জ্ঞানী ব্যক্তিদের কিছু সাধারণ আচরণঃ
-
১/ স্পষ্টবাদী হয়ে থাকে।
-
২/ কথায় এক প্রকার শব্দের মাধুর্যতা থাকে।
-
৩/ লেখা ও বলার ক্ষেত্রে গুছালো বাক্য ব্যবহার করে থাকে।
-
৪/ শব্দের উচ্চারণে যথেষ্ট সচেতন।
-
৫/ লেখার ক্ষেত্রে সাধারণত বানান ভুল হয় না।
-
৭/ ✔প্রায় ✔ সব বিষয় সম্পর্কে কিছু না কিছু ধারণা থাকে।
-
৮/ (চ্যাটিং) লেখার ক্ষেত্রে বিরামচিহ্নের ব্যবহার দেখা যাবে।
-
৯/ সর্বদা যুক্তিকতার আশ্রয় নেয়।
-
১০/ সাধারণ বিষয়েও বেশি ব্যাখ্যা করে থাকেন।
-
১১/ কথায় উদাহরণের ব্যবহার বেশি থাকে।
-
১২/ কথা গুছালো হয় এবং ফর্মালিটি মেইনটেইন করে।
ইত্যাদি কিছু জ্ঞানী ব্যক্তির আচরণ হয়ে থাকে।
বিঃদ্রঃ সকল জ্ঞানীদের ক্ষেত্রে সব শর্ত প্রযোজ্য নয়।
ধন্যবাদ!