দেখুন ভাই, বিয়েটা তো আর ১ দিনের জন্য নয়। সারা জীবনের জন্য একজনের সাথে অদৃশ্য এক বন্ধনে জড়িয়ে পরা। তাই বিয়ে করার মত সিদ্ধান্ত টা আমি একা নিতে পারব না। সেটা আমার মা-বাবা উপরেই না হয় ছেড়ে দিলাম কারন আমার মা-বাবার উপর পুরো ভরসা আছে আমার। আমি বিশ্বাস করি যে,তারা আমার সারা জীবনের জীবনসঙ্গী হিসেবে যাকে চুজ করবে সে অবশ্যই ভালো কেউ ই হবে। আর তাছাড়াও বাকী টা আল্লাহর ইচ্ছা কারন তিনি আমার জীবনসঙ্গী হিসেবে যাকে চুজ করে রেখেছেন তার সাথেই হবে।