ভাই, শুধু দীর্ঘ দিন কার্যক্রম না করলেই যে বিশেষ পদ কেড়ে নেওয়া তা কিন্তু নয়। এমন অনেকেই আছেন যারা দীর্ঘ দিন ধরে কার্যক্রম না করেও বিশেষ পদে নিযুক্ত আছেন। যদি এমন টাই হতো তাহলে তাদের পদ থাকতো না।। তবে, যে কারনে বিশেষ পদ কেড়ে নেওয়া হয়/বিশেষ পদ থেকে ডিমোশন দেওয়ার হয় তার মধ্যে একটি হচ্ছে একের পর এক নীতিমালা লঙিঘত কোনো কার্যক্রম করা। এতে বিশেষ পদ বাতিল করা হয়।