জন্ডিস হলে চোখ হলুদ হয়। এ ছাড়া ক্ষুধামান্দ্য, পেটে ব্যথা, জ্বর, বমি বমি ভাব, খাওয়ায় অনীহা, খাবারের গন্ধ না নিতে পারা—এগুলো প্রাথমিকভাবে হতে পারে। তবে যদি অন্য কারণে হয়, যেমন লিভার সিরোসিস হয়েছে, তাহলে সিরোসিসের জন্য তার অন্য সমস্যা থাকতে পারে পিত্তনালিতে। তার ক্যানসার, পেটে ব্যথা রয়েছে, গা চুলকাচ্ছে—এসব সমস্যা দেখা দিতে পারে।