ভাইয়া, এই সাইট টি একেবারেই নতুন একটা সাইট আর এর সদস্য সংখ্যাও কম। তাই এখানে নিজে প্রশ্ন করে নিজেই উত্তর দেওয়া যায়। সাইটের কার্যক্রম বাড়লে, এবং সদস্য সংখ্যা বাড়লে এটি বন্ধ করা হবে। এজন্য কিছুটা সময় লাগবে। ধৈর্য হারাবেন না, যেহেতু এইটা নতুন একটা সাইট , আশা করি আপনি ই নলেজের পাশে থাকবেন।