রক্তদানের পূর্ব যা করণীয়: ১. রক্তদানের পূর্বে প্রায় হাফ কেজি পানি বা স্বাস্থ্য সম্মত তরল খাবার খাওয়া।। ২. রক্ত দেওয়ার আগের রাতে পূর্ণভাবে ঘুমানো।। ৩. রক্তদানের পূর্বে চর্বিযুক্ত খাবার, ভাজা-পোড়া ও আইসক্রিম পরিহার করা।। ৪. রক্তদানের ১২ ঘন্টা পূর্বে লবণাক্ত খাবার যেমন: সল্টেড বিস্কুট বা চিপস খাওয়া। কারণ রক্তদানের ফলে দেহ থেকে তিন গ্রাম লবণ বের হয়ে যায়।।