নতুন রূপে ই-নলেজ!
দেখতে দেখতে পুরো ১ বছর কেটে গেলো।আর এর মধ্যেই ই-নলেজে যুক্ত হয়েছে অসাধারণ ফিচারসমূহ!
তবে দুঃখজনক হলেও সত্যি যে, ই-নলেজ এর লিংক রূট সিস্টেমটি সদস্যদের ভালো লাগলেও এটাতে অনেক সমস্যা থাকার তা ই-নলেজ থেকে সাময়িকভাবে রিমুভ করে নতুন করে ডেভেলপিং করতে হয় এবং উক্ত সমস্যাগুলো দূর করতে হয়।
আপনারা জানেন যে এরপর ই-নলেজে অনেকগুলো ঘটনা ঘটে যায়।একটা ই-নলেজ এর সবকিছু ভাইরাসজনিক কারণে ডিলেট হয়ে যায়,আরেকবার হ্যাকিং এর চেষ্ঠা চলে,আরেকবার ই-নলেজ ডাটাবেজ এ ভাইরাস ডুকে সব তথ্য ডিলেট হয়ে যায়।
তবে এত কিছুর পরও অত্যন্ত আনন্দের বিষয় হচ্ছে যে আমরা এই সব সমস্যা সম্পূর্ণভাবে সমাধান করতে সক্ষম হই।
সেই সাথে ই-নলেজ এর আকর্ষণীর ফিচার "লিংক রূট সিস্টেম" এর সমস্যা দূর করে আবারো নতুন রূপে, নতুনভাবে পুনরায় ডেভেলপমেন্ট করে চালু করা হয়েছে।আশা করি এবার আগের থেকে আপনাদের আরো ভালো লাগবে।
লিংক রূট সিস্টেম এর নিয়ম সব আগের সিস্টেম এর মতোই।কাজেই যারা নতুন তারা এখান থেকে পূর্বের নিয়মসমূহ দেখে নিন।
লিংক রূট সিস্টেম এর সাথে ই-নলেজ এ অনেক ধরণের পরিবর্তন আনা হয়েছে।ই-নলেজ এর ডিজাইন পরিবর্তন করে সম্পূর্ণ ইউনিক এবং আরো আকর্ষনীর ডিজাইন চালু করা হয়েছে।আর জাভা ফোন ব্যবহারকারীদের জন্য ফেসবুকের মতো মোবাইল ভার্সন করা হয়েছে।
ভবিষতে জাভা ফোন ব্যবহারকারীদের জন্য অটোমেটিক রিডাইরেক্ট সিস্টেম যুক্ত করা হবে।
ই-নলেজ এর অনেক পরিকল্পনা রয়েছে।আমরা সেগুলো বাস্তবায়ন করার চেষ্ঠা করছি।আশা করি আপনারা ই-নলেজ এর পাশে থাকবেন।
ধন্যবাদ।আমাদের সাথেই থাকুন।