প্রিয় ই-নলেজ ইউজার।
আপনার প্রশ্নের জন্য অনেক অনেক ধন্যবাদ।
ই-নলেজ এ ব্যাকলিংক নেয়ার ক্ষেত্রে ,
আপনি ইচ্ছা করলেই ব্যাকলিংক নিতে পারবেন না।
তবে যদি কোন প্রশ্নের উত্তরে এমন হয় যে কোন একটা বিষয় প্রশ্ন কর্তাকে বুঝানোর জন্য আপনার ওয়েবসাইটের লিংক দেয়া প্রয়োজন, সেক্ষেত্রে আপনার লিংক উল্লেখ করতে পারেন।
এখন আপনি যদি এমন করেন যে, শুধু ব্যাকলিংক পাওয়ার জন্য আপনার সাইটের লিংক প্রমোট করছেন, সেক্ষেত্রে তা নীতিমালা লঙ্গন করে।
আপনার ব্যাকলিংক এর একান্তই প্রয়োজন হয়ে থাকলে আপনার প্রোফাইলে তা শেয়ার দিতে পারেন।
এখন একটা বিষয় উল্লেখ্য,
ই-নলেজ এ যত ধরণের ব্যাকলিংক নেয়ার উপায় রয়েছে সকল ব্যাকলিংক নো ফলো ব্যাকলিংক হিসেবে এড হবে। প্রশাসক ব্যতীত কেউ ডোফলো ব্যাকলিংক দিতে পারবেনা।
এক্ষেত্রে আপনার যদি ডোফলো ব্যাকলিংক এর একান্তই প্রয়োজন হয়, তবে আপনি তা আমাদের থেকে কিনে নিতে পারেন কিংবা অনেক ক্ষেত্রে গুরুত্বপুর্ণ সাইটকে ফ্রিতেই ব্যাকলিংক দিয়ে থাকি বা ব্যাকলিংক একচেঞ্জ করে থাকি।
আশা করি বুঝতে পেরেছেন।
ধন্যবাদ।
ই-নলেজ এর সাথেই থাকুন।