ওয়েব পেজ হল একটি ডকুমেন্ট যা হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ বা এইচটিএমএলে লেখা। এটি ইন্টারনেট বা অন্য নেটওয়ার্কে ইন্টারনেট ব্রাউজার দিয়ে অ্যাক্সেস করা যায়। কোনো ইউআরএল অ্যাড্রেস ব্যবহার করে ওয়েব পেজে যাওয়া যায়। এতে টেক্সট, গ্রাফিকস. হাইপার লিংক, ফাইল, অন্য ওয়েবপেজ থাকতে পারে।
ওয়েবপেজ সম্পর্কে সহজভাবে বলিঃ
বই তো আমরা সবাই পড়ি,
আর এটাও জানি বই মানে কি।বই এর জন্য কি কি লাগে সেটাও কারো অজানা নয়।
আর বইয়ের মানে হচ্ছে সেখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ থাকবে এবং সেখান থেকে আমরা নানারকম তথ্য জানতে পারি ও শিখতে পারি।
ঠিক একইভাবে ওয়েবপেজে বিভিন্ন তথ্য সংরক্ষণ করা যায় এবং এর জন্য কাগজ নয়,দরকার ইন্টারনেট এবং ইন্টারনেটের মধ্যে
মোঃ আশরাফ উদ্দিন খান ই-নলেজ ডট কমের প্রতিষ্ঠাতা। খানিকটা অস্তিত্বের তাগিদে আর দেশের জন্য বাংলা ভাষায় কিছু করার উদ্যোগে ২০১৯ সালে তার হাত ধরেই যাত্রা শুরু করে ই-নলেজ ডট কম।তিনি এসএসসি ব্যাচ-২০২৩ এর জিপিএ-৫ প্রাপ্ত একজন কৃতি শিক্ষার্থী।আপনাদের সকলের নিকট দোয়াপ্রার্থী।
আশা করি ই-নলেজের মাধ্যমে আপনি উপকৃত হয়েছেন!কৌতুহল মেটাতে ই-নলেজ এর এক্সপার্টদের প্রশ্ন করে জানাবেন, ই-নলেজ রয়েছে সবসময় আপনার পাশে।জ্ঞানীদের সাথে থেকে আপনিও নিজের জ্ঞানকে বিকাশিত করুন।
ই-নলেজ ডট কম, Enolej Query, Best Question and answer site Enolez , সেরা প্রশ্নোত্তরভিত্তিক কমিউনিটি ই-নলেজ!