প্রিয় দানিয়েল রোজারিও,
আপনাকে ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ প্রশ্নটি করার জন্য।
প্রথমত ই-নলেজ এর ইংরেজী নাম Enolez রাখার কারণ হচ্ছে ই-নলেজ এর কার্যক্রম।
ই-নলেজ ইনোভেটরসরা জানে যে শিক্ষার মূল উদ্দেশ্য হলো বুদ্ধিমত্তার বিকাশ করা,যাতে তা মানব কল্যানে কাজে লাগানো যায়।কাজেই ই-নলেজের অনেক বড় একটা অংশ জুড়ে থাকবে শিক্ষামূলক কার্যক্রম।এবং যারা শিখে তারা হচ্ছে Learners, যাদের ই-নলেজ উজ্জীবিত করবে।
Enolez এর পূর্ণরূপ হচ্ছে-
Empowering: ক্ষমতায়ন করা, সবল করা
NOvel: নতুন, উদ্ভাবনী
Learners: শিক্ষার্থী, অধ্যয়নকারী
Zeal: উদ্যম।
অর্থাৎ,
ENOLEZ = Empowering NOvel LEarners with Zeal.
আমরা Enolez এর মানে কি বোঝায় এবং কেনো এই নাম রাখা হলো তা জানলাম।
এবার চলুন আরেকটু জানার চেষ্টা করি,
•এ নামটি knowledge বা জ্ঞান শব্দের সঙ্গে সম্পর্কযুক্ত, এর অর্থের সঙ্গেও সঙ্গতিপূর্ণ কেননা আমাদের কার্যক্রম জ্ঞান নির্ভর।
আমরা সাধারণত বুঝি ই-মেইল বা e-mail or email হলো ইলেকট্রনিক মেইল অর্থাৎ এখানে e বলতে electronic (ইলেকট্রনিক) বুঝি আর mail বার্তা।
সাধারণভাবে বলা যায় email এর পূর্ণ রূপ হলো electronic mail.
একই ভাবে এখানে ই-নলেজ হলো ইলেকট্রনিক (e বলতে ইলেকট্রনিক)জ্ঞান।
আমরা জানি জ্ঞান এর ইংরেজি হলো knowledge.
এক্ষেত্রে বলতে গেলে ই নলেজ এর নলেজ শব্দটি উক্ত knowledge থেকে নেওয়া হয়েছে।
হয়তো অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে,
নলেজ বানান তো knowledge এইভাবে।তাহলে nolez এইভাবে লিখা হলো কেন?
উত্তর: হ্যা নলেজ বানান knowledge এইভাবে হবে । কিন্তুু আমরা যেহেতু বাংলা নিয়ে কাজ করছি, সেহেতু আমরা বাংলা Phonetic কে গুরত্ব দিয়েছি।
আমরা যদি নলেজ knowledge বানান বাংলায় লিখি তাহলে এরকম হবে " নলেজ "।আর এই নলেজ বানান যদি আমরা একদম সংক্ষিপ্ত ভাবে বাংলা থেকে ইংরেজী তে উচ্চারণ হিসেবে লিখি তাহলে আমরা এইভাবে ও লিখিতে পারি nolez ।তাছাড়া বর্তমান কম্পিউটার যুগে ছোট নাম রাখাটাই উত্তম এবং তাতে সদস্য রাও সহজেই নামটি মনে রাখতে পারবে।
এসব কিছু বাদ দিয়ে বলতে গেলে enolez নামটি রাখা হয়ছে যে এই কারণে যে enolez নামের মাধ্যমে শুধু আমাদের সাইটকেই নির্দেশ করবে। অন্য কিছুকে না।
যেমন
ফেসবুক নামটি শুধু ফেসবুক ডট কম সাইট কেই বুঝায় অন্য কিছুকে না।
এই সকল দিক দিয়ে বিবেচনা করে আমাদের সাইটের নাম enolez বা ই-নলেজ রাখা হয়েছে।
Update on Sept 24, 2024:
Enolez এর হাত ধরেই ই-নলেজ এর যাত্রা শুরু হয় এবং আমাদের কার্যক্রম বিস্তর করার জন্য এর নাম দেই ই-নলেজ কুয়েরি (Enolez বা Enolej Query). আর আমাদের অফিসিয়াল নেম হয় Enolej, যেখানে J এর মানে হয় Joy, অর্থাৎ আমরা শিক্ষাকে আনন্দময় করে কার্যক্রম করতে চাই।
স্বীকৃতি: আমাদের Enolej ইতিমধ্যে আন্তর্জাতিক পর্যায়ে গৃহীত হয়েছে এবং এখানে ই-নলেজ সম্পর্ক তাদের ওয়েবসাইটে পড়তে পারবেন:
আশা করি বুঝতে পেরেছেন।
ধন্যবাদ,
ই-নলেজের সাথেই থাকুন।