থার্মোপ্লাস্টিক এবং থার্মোসেটিং প্লাস্টিকের মধ্যে পার্থক্য নিচে দেওয়া হল–
• যেসব প্লাস্টিককে তাপ দিয়ে বার বার গলানো যায় এবং বিভিন্ন আকৃতির বস্তুতে পরিণত করা যায় তাকে থার্মোপ্লাস্টিক বলে। অপরদিকে, যেসব প্লাস্টিককে তাপ দিয়ে মাত্র একবার গলানো যায় এবং আকৃতি দেওয়া যায় তাকে থার্মোসেটিং প্লাস্টিক বলে।
• থার্মোপ্লাস্টিককে সম্প্রসারিত, বাঁকানো ও তাপে গলানো যায়, কিন্তু থার্মোসেটিং প্লাস্টিক শক্ত, কম নমনীয় এবং তাপে গলানো যায় না।
• তাপ দিলে এ প্লাস্টিক কয়লায় পরিণত হয়।
• থার্মোপ্লাস্টিকে কার্বন সমূহের মধ্যে শক্তিশালী বন্ধন থাকে, কিন্তু থার্মোসেটিং প্লাস্টিকে কার্বন সমূহের মধ্যে দুর্বল সমযোজী ও হাইড্রোজেন বন্ধন থাকে।
• প্লাস্টিকের মগ, বালতি, চেয়ার, টেবিল ইত্যাদি থার্মোপ্লাস্টিকের উদাহরণ। অপরদিকে বৈদ্যুতিক সুইচ, ব্যাকেলাইট, মেলামাইন ইত্যাদি থার্মোসেটিং প্লাস্টিক এর উদাহরণ।