স্বাভাবিক ভাবেই ব্যাকলিংক করার পর কিছুদিন পর্যন্ত সময় নেয় ইন্ডেক্স হওয়ার! তাই আগে কিছুদিন অপেক্ষা করুন!
যদি তারপরেও না হয় তাহলেঃ
-
ব্যাকলিংকটা কোনো পিং টুল দিয়ে পিং করতে পারেন।
-
ব্যাকলিংকটার ইউআরএল সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন।
-
যদি গেস্টপোস্টের মাধ্যমে ব্যাকলিংক নিয়ে থাকেন তাহলে সেই পোস্টটাও পিং করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন।
এতেই ফলাফল পাবেন আশা করি। যদি তাও না হয় তাহলে বুঝবেন আপনার ঐ ব্যাকলিংকটা স্প্যাম হিসেবে কাউন্ট হয়েছে।